মাগুরায় পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জেলার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে মাগুরা জেলা পুলিশ। আজ শনিবার মাগুরা প্রেসক্লাবে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সন্ত্রাস, মাদক, যৌন হয়রানি, সামাজিক দ্বন্দ্ব-বিরোধ-সংঘর্ষ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়া পুলিশকে প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে পরিচিতির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় মাগুরার জেলা-উপজেলার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক আবুল খায়ের আবলু। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা, প্রেসক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট বুলু শরীফ প্রমুখ।
সভাশেষে সাংবাদিকদের নিরাপত্তার লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে প্রেসক্লাবে স্থাপিত সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ।