গাজীপুরে নিহত ছয় ‘জঙ্গি’র পরিচয় মেলেনি

গাজীপুর সদরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশ ও সোয়াট দলের যৌথ অভিযানে নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, লাশগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত কারো স্বজনদের হাসপাতালে আসতে দেখা যায়নি। আজ রোববার ময়নাতদন্ত করা হবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, পুলিশের অভিযানে নিহতদের বিষয়ে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টালে জানানো হয়েছে, নিহত সাত জঙ্গির একজন হলেন নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান আকাশ।
আজ সকালে ঘটনাসংশ্লিষ্ট এলাকায় গেলে দেখা যায়, পুরো এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। আবাসিক এলাকার মধ্যে জেএমবির সদস্যদের অবস্থান ও পুলিশের অভিযানের কারণে এলাকাবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।
গাজীপুরের সদর উপজেলার হারিনাল পাতারটেক এলাকায় দোতলা একটি বাড়িতে জেএমবি সদস্যরা অবস্থান করে আসছিল বলে খবর পায় পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় পুলিশ।