চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যকে ১৪ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল ২-এর বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া জেএমবি সদস্যের নাম আবদুল মুনিব (৩২)। তাঁর বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় সন্যাসীপাড়া গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৮ জুন পুলিশ মুবিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও তিনটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরের দিন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।
পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, মুবিন জেএমবির সক্রিয় সদস্য। মামলার তদন্ত ও শুনানি শেষে আজ আসামির উপিস্থিতিতে বিচারক তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।