গাজীপুরে বড়ভাইকে খুনের অভিযোগে ছোটভাই আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে জনতা ওই যুবকের ছোটভাইকে ধরে পুলিশে দিয়েছে।
নিহত শাহ্জাহান মিয়া (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। আটক ব্যক্তির নাম শারফুল ইসলাম (২৭)।
নিহতের স্ত্রী সুমি আক্তারের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে শাহজাহান মিয়াকে গত শনিবার সকালে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তিনি ঢাকার বেসরকারি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার তিনি মারা যান।
ঘটনার রাতেই স্থানীয় জনতা নিহতের ছোটভাই শারফুলকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।
নিহতের আরেক ভাই আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। শারফুল মাদক সেবন করতো।