চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সোমবার দুপুরে তিনটি শাখা কমিটির বিরুদ্ধে মানববন্ধন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, পৌর ও সদর উপজেলা শাখা ছাত্রলীগের ঘোষিত কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহম্মেদ শাওন, পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন রাসেল প্রমুখ।
বক্তারা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত কমিটিকে অগঠনতান্ত্রিক ও পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবি জনান।