ঝালকাঠিতে দুর্গোৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী ‘দশহরার মেলা’

আনন্দ ও বেদনার মধ্য দিয়ে দুর্গোৎসবের বিজয়া দশমীতে ঝালকাঠিতে মণ্ডপে মণ্ডপে হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নেমেছে। বিজয়া দশমীতে অনুষ্ঠিত হচ্ছে প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী ‘দশহরার মেলা’।
শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদী তীরে সকাল থেকে এ মেলা বসে। সন্ধ্যার পরে তা জমজমাট হয়ে ওঠে। চলবে অনেক রাত পর্যন্ত।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রিটিশ আমল থেকে ঝালকাঠিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারের মতো এবারও হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ মেলায় সমবেত হন। এর ফলে মেলা প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।
মেলায় বিভিন্ন ধরনের পুতুল, খেলনা, ফুল, বাঁশি, বেলুন, হাতে তৈরি বিভিন্ন দ্রব্য, জিলাপি, বাতাসা, নকুলদানা, গজা, সন্দেশ ও সোনপাপড়িসহ নানা স্বাদের মিঠাই-মণ্ডা বিকিকিনি হয়। রাতে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।