ছয় দিনেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া কার্গো জাহাজ
মংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে সারবোঝাই করে ১ মে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল কার্গো জাহাজ এমভি জাবালে নূর। ৫ মে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। এরপর ছয় দিন অতিবাহিত হলেও জাহাজটি উদ্ধার হয়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা নদীতে ডুবে যাওয়া জাহাজটিতে থাকা প্রায় ৬৭০ মেট্রিক টন সারের মধ্যে (এমপিও) এ পর্যন্ত ৬০০ থেকে ৭০০ কেজি অপসারণ করা হয়েছে। স্থানীয় পদ্ধতিতে (হাতে হাতে) প্রতিদিন প্রায় ৩০ জন শ্রমিক এ সার অপসারণ কাজ করছে। বাকি সার অপসারণে কত দিন সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলতে পারেনি বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ বলেন, সার অপসারণ শেষ হলে মালিকপক্ষ উদ্ধারকারী জাহাজ এনে কার্গোটিকে উদ্ধার করবে। তিনি বলেন, বর্তমানে জাহাজটিতে খুব বেশি সার নেই। দিনে-রাতে দুই বার জোয়ারের পানিতে নিমজ্জিত হওয়ায় সার গলে পানির সাথে মিশে গিয়ে পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। তবে যেকোনো ধরনের নৌযান চলাচলের জন্য চ্যানেলটি সম্পূর্ণ ঝুকিমুক্ত আছে।