প্রাইভেট পড়তে বেরিয়ে বাসায় ফেরা হলো না রকির

চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মারা গেছে মো. রকি নামের দশম শ্রেণির এক ছাত্র।
আজ শনিবার বেলা ১১টার দিকে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানায়। পুলিশ দুপুর ১২টায় রকির লাশ উদ্ধার করে।
নিহত রকি ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে। সে ঝিনাইদহের ডাকবাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম জানান, চুয়াডাঙ্গা স্টেশন থেকে আনুমানিক এক কিলোমিটার উত্তরে একজনের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পাশে পড়ে থাকা মোবাইল ফোনের কললিস্টের একাধিক নম্বরে ফোন করে ওই যুবকের পরিচয় মেলে।
নিহত রকির মামা আসমত জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেলে প্রাইভেট পড়তে বের হয় রকি। এরপর আর বাসায় ফেরেনি। আজ সকালে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান রকির আত্মীয়রা।