পঞ্চগড়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় রোহান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় ছেতনাই নদীতে (করতোয়া নদীর শাখা) এই ঘটনা ঘটে। রোহান ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকালে শিশু রোহান একা হাঁটতে হাঁটতে বাড়ির পাশের ওই নদীর ধারে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই শিশুটি নদীর পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন প্রধান নদীতে ডুবে ওই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।