কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে অবস্থানরত এক বন্দির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদল মিয়া (৩০) নামের ওই বন্দি।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় একটি মাদক সংক্রান্ত মামলায় বাদল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। গত ১ অক্টোবর সেখান থেকে তাঁকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাদল মিয়া অ্যাজমায় আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তাঁর শ্বাস কষ্ট শুরু হয়। প্রথমে তাঁকে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৬টার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাদল মিয়াকে মৃত ঘোষণা করেন।
বাদল মিয়া চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে।