ঝালকাঠিতে ৮ হুজির বিরুদ্ধে অভিযোগ গঠন

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের (হুজি) আট সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ এস এম সোলায়মানের বিশেষ ট্রাইব্যুনালে (১/১৪ নং মামলা নম্বর) এ অভিযোগ গঠন করা হয়। একজনের বয়স কম হওয়ায় তাকে আগেই অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
গত সোমবার (৪ মে) স্থানীয় সাক্ষী মো. শহিদুল ইসলাম আদালতে আসামিদের উপস্থিতিতে প্রাথমিকভাবে সাক্ষ্য দেন। এরপর আজ সোমবার অভিযোগ গঠনের দিন ধার্য করেন আদালত। সরকারপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২০১৩ সালের ১৪ আগস্ট বুধবার রাত ৮টায় ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর কওমি মাদ্রাসা থেকে পুলিশ সুপার মো. মজিদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নয় সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি গ্রেনেড, চারটি বড় দা, বিপুল পরিমাণ ধর্মীয় বই, লিফলেট, ডায়েরি ও সাতটি মুঠোফোনের সেট উদ্ধার করা হয়েছে। এ সময় মসজিদের ভেতর থেকে প্রশিক্ষণরত অবস্থায় হুজির সেকেন্ড ইন কমান্ড ও প্রশিক্ষক প্রধান মশিউর রহমান (৩০), ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার গ্রামের নুরুল ইসলাম (২৫) ও বাকী বিল্লাহ (২০), হারদল গ্রামের মো. সোহাগ (৩০), কাঁঠালিয়ার আওড়াবুনিয়া গ্রামের মো. জোবায়ের (২৫), মাদারীপুরের সরমঙ্গল গ্রামের আবুল বাশার মৃধা (৪০), ও মিনহাজুল আবেদীন (১৮), মজুমদারকান্দি গ্রামের আবদুল আজিজ (২৫) এবং গোপালগঞ্জের সিরাজুল ইসলামকে (৪৩) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জঙ্গি সম্পৃক্ততার অনেক তথ্য পায় বলে দাবি করে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও দেশীয় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ দীর্ঘদিন তদন্ত শেষে গত বছর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটক হওয়া মিনহাজুল আবেদীনের বয়স কম থাকায় (কিশোর) তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।