গৌরনদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রাহার গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো চন্দ্রাহার গ্রামের মো. ইলিয়াসের ছেলে ঈশা (৪) ও একই বাড়ির আলমগীরের ছেলে আবদুল (৪)। শিশুরা আপন চাচাতো ভাইবোন।
স্থানীয় লোকজন জানায়, চাচাতো ভাইবোন আবদুল ও ঈশা খেলা করছিল। খেলার ছলে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসক আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না।