ভাইয়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যেতে চাওয়ায় গৃহবধূকে হত্যা!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যেতে চাওয়ায় এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গৃহবধূর নাম সুমি (২৩)। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সরকারবাড়ী এলাকার ফটিক সরকারের মেয়ে।
পুলিশ ও গৃহবধূর চাচা নিজাম উদ্দিনসহ স্বজনরা জানান, কালীগঞ্জ উপজেলার বড়নগর গ্রামের নূর হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী মারুফ হোসেনের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর আগে সুমির বিয়ে হয়। সৌদি আরবে অবস্থানরত স্বামীর কাছে কিছুদিনের মধ্যেই সুমির যাওয়ার কথা ছিল। এজন্য সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। মারুফ স্থানীয় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান মাস্টারের ভাগ্নে।
বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ নানা অজুহাতে আরমান মাস্টারসহ শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই সুমিকে নির্যাতন করতেন। যৌতুক না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন সুমিকে তাঁর বাবার বাড়িতে যেতে দিত না। গতকাল সোমবার ছিল সুমির বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী। সুমি ওই অনুষ্ঠানে যেতে চাইলে শ্বশুর-শাশুড়ি তাঁকে যেতে দেননি। এ নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সুমিকে নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন। রাতে সুমিকে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গভীর রাতে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর থুতনি ও কানের নিচে এবং গলায় ও পিঠে কালো দাগ রয়েছে।
তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শ্বশুর, শাশুড়ি, ননদসহ শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।