শাহ আমানতে ৩২৫ সোনার বার উদ্ধার, দুজন আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আসা ৩২৫টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হোসেন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
urgentPhoto
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটটি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করতে গিয়ে মোহাম্মদ হোসেন নামের এক যাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় বেঁধে রাখা ৩৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া টয়লেটে লুকিয়ে থাকা রুবেল হাকিম নামের অপর যাত্রীর কাছ থেকে ২৮টি ও পরিত্যক্ত অবস্থায় ২৬০টি স্বর্ণের বার পায় কাস্টমস কর্তৃপক্ষ।
উদ্ধার করা স্বর্ণের মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা কাস্টমস কর্তৃপক্ষের। এ ঘটনায় আটক রুবেলের বাড়ি শরীয়তপুর ও মোহাম্মদ হোসেনের বাড়ি কুমিল্লায়।