জামালপুরে বজ্রপাতে একজন নিহত
জামালপুরে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চরগজারিয়ার টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, আজ সকালে বৃষ্টির মধ্যে ময়না বেগম (৪০) ও তাঁর স্বামী সিদ্দিকুর রহমান বাড়ির পাশের সবজিক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই ময়না বেগম মারা যান এবং তাঁর স্বামী সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন।
আহত সিদ্দিকুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান গোলাম কিবরিয়া।