নীলফামারীতে ছাত্রী উত্ত্যক্ত করায় ইমাম কারাগারে

নীলফামারীর জলঢাকা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে আটক নূরন্নবী। ছবি : এনটিভি
নীলফামারীর জলঢাকা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় নূরন্নবী (৩১) নামের এক ইমামকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে জলঢাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক এ আদেশ দেন।
জানা যায়, গতকাল বুধবার বিকেলে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী এসএসসির মডেল টেস্ট শেষে বাড়ি ফিরছিল। এ সময় জলঢাকা উপজেলার বকতিয়ারপাড়া উছাটারী জামে মসজিদের ইমাম নূরন্নবী উত্ত্যক্ত করেন।
অভিযোগে জানা যায়, এর আগেও তিনি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে বিদ্যালয়ের শিক্ষকরা নূরন্নবীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আজ সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরন্নবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই ইমামের বাড়ি জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়ায়।