মা ইলিশ রক্ষায় শরীয়তপুরে নয় জেলের কারাদণ্ড

মা ইলিশ ধরার অপরাধে শরীয়তপুরের এই নয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় শরীয়তপুরের নয় জেলেকে কারাণ্ডাদেশ দেওয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, গতকাল বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে নড়িয়া উপজেলার ওয়াপদা এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ ও সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ি।
এ সময় দুইটি নৌকা , প্রায় এক মণ মা ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মাছ ধরার অপরাধে গ্রেপ্তার হওয়া নয় জেলের মধ্যে আট জনকে ১৫ দিন করে এবং এক জনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ ছাড়া জব্দ হওয়া বিপুল ইলিশ মাছ স্থানীয় কয়েকটি এতিম খানার শিশুদের জন্য বিতরণ করা হয়। আটককৃত নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়।