গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ বৃহস্পতিবার বাসের চাকায় পিষ্ট হয়ে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম খোরশেদ আলম (২৪)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ হোসেন সরকার জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ওয়াল্টন হাইটেক কারখানার সামনে আজ বেলা ১১টার দিকে অজ্ঞাত একটি বাস পথচারী খোরশেদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।