অগ্নিনির্বাপণ আইনে গাজীপুরের পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

অগ্নি নির্বাপক না থাকাসহ বিভিন্ন কারণে গাজীপুরের পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মোট এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বিসিক এলাকায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ফায়ার লাইসেন্স ও অগ্নিনির্বাপক প্রতিরোধক কোনো ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী টঙ্গীর বিসিক এলাকার পাঁচটি কারখানাকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে টঙ্গী বিসিক এলাকার পেট্রিয়ট লিমিটেডকে ৫০ হাজার টাকা, এমআর ফ্যাশনকে ৩৫ হাজার টাকা, বস নিটিং লিমিটেডকে ৩৫ হাজার টাকা, রাহাত কালারকে ৩৫ হাজার টাকা এবং ব্লেজ সিএনজি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।