গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরে শ্রীপুরের রাজেন্দ্রপুরে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে প্রায় চার ঘণ্টা সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাজেন্দ্রপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার তাজউদ্দিন জানান, বৃহস্পতিবার ১২০ বগির একটি মিলিটারি স্পেশাল মালবাহী ট্রেন ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে লাইন পরিবর্তনের সময় ট্রেনটির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার এস এম শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে জয়দেবপুর থেকে প্রকৌশল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি লাইনে তুললে প্রায় চার ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস, ফরটি সেভেন আপ ট্রেনের যাত্রাবিলম্ব ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।