গাজীপুরে বদলি পরীক্ষা দিতে গিয়ে দুজন শ্রীঘরে

গাজীপুরে অন্যের হয়ে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে দুই যুবক এখন শ্রীঘরে। আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. নুরুন্নবী আজাদ (২৪)।
গাজীপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুন শিবলী জানান, গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগের জন্য শুক্রবার সকালে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে গাজীপুর শহরের রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বদলি পরীক্ষা দেওয়ার সময় নুরুন্নবী আজাদকে আটক করা হয়। তিনি ক্রেডিট চেকিং কাম সায়ারার সহকারী পদে শ্রীপুর উপজেলার মারতা এলাকার মো. তারেকের (রোল নম্বর : ১২৪) স্থলে প্রক্সি (বদলি) পরীক্ষা দিচ্ছিলেন।
একই অভিযোগে শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অপর বদলি পরীক্ষার্থী তরিকুলকে পরীক্ষা দেওয়ার সময় আটক করা হয়। তিনি মিউটেশন কাম সহকারী পদে শ্রীপুরে কর্ণপুর এলাকার আমিনুল ইসলামের (রোল নম্বর : ৫৫৭) বদলি পরীক্ষা দিচ্ছিলেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তরিকুলকে সাতদিনের এবং নুরুন্নবী আজাদকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।