ডিমলায় ফেয়ার প্রাইজের ডিলারশিপ বাতিল

নীলফামারীর ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের ফেয়ার প্রাইজের ডিলার ফুল কুমারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থান পরিবর্তন করে চাল বিক্রির অপরাধে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
অভিযোগে জানা যায়, ফুল কুমার চাল বিক্রি করার জন্য সুটিবাড়ী বাজারে গুদাম দেখালেও বাজার থেকে ছয় কিলোমিটার দূরে গয়াবাড়ী ইউনিয়ন ফেডারেশনে চাল বিক্রি করেন।
এ ব্যাপারে ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন বলেন, গয়াবাড়ী ইউনিয়নের ডিলার ফুল কুমারের ডিলারশিপ বাতিল করে তাঁকে চিঠি দেওয়া হয়েছে।
ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তিনটি ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হয়েছে। চলতি সপ্তাহে অবশিষ্ট সাতটি ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হবে।