চট্টগ্রামে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধে বাজারে তদারকি

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাজার তদারকি করেন। ছবি : এনটিভি
পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রামে বাজার তদারকি (মনিটরিং) শুরু করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে নগরীর কাজির দেউরি, চকবাজার, বহদ্দারহাটসহ প্রায় ২১টি বাজারে এ তদারকি করা হয়।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি,শারমিন আক্তার বাজার তদারকির নেতৃত্ব দেন। এ সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ।
প্রথমদিনে পাইকারি-খুচরা বাজারে কেনা-বেচায় মূল্য তালিকা টানানো এবং মূল্যের রশিদ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তী সময়ে যদি কেউ অসাধু উপায়ে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন।