পঞ্চগড়ে আট ইউপিতে নির্বাচন, প্রচারণায় উৎসবের আমেজ

পঞ্চগড় জেলার ৩৬টি ছিটমহলকে সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। এসব ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে আগামী ৩১ অক্টোবর।
বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশি নাগরিক হিসেবে এবারই প্রথমবারের মতো ভোট দেবে। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যায়। প্রতীক বরাদ্দের পর সব জায়গায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।
চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের নতুন পুরনো প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইউনিয়নের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে। চলছে মাইকেও প্রচারণা। ভোটার, প্রার্থী, কর্মী সমর্থকসহ সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
চলতি বছরের শুরুতে দেশব্যাপী পাঁচ দফা ইউপি নির্বাচনে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়নের মধ্যে ৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিলুপ্ত ছিটমহলের এলাকা সংযুক্ত হওয়া, ভোটার এলাকা সংযুক্তকরণ, পৌরসভা সংক্রান্ত সীমানা জটিলতা, ভোটার তালিকা তৈরির কারণে পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। এসব ইউনিয়নের মধ্যে আটটিতে নির্বাচন হবে। সেদিনই বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এ ইউপির চেয়ারম্যান মারা গেছেন।
আগামী ৩১ অক্টোবর পঞ্চগড় সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৩২৬ জন প্রার্থী এবং বোদা উপজেলার বোদা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।