গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় জঙ্গল থেকে আজ অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
গাজীপুর সদর উপজেলার খুন্দিয়া গ্রামের জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো এক যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা ১১টার দিকে জয়দেবপুর থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আজ সকালে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খুন্দিয়া উত্তরপাড়া এলাকায় জঙ্গলে পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এসআই আরো জানান, সাদা পলিথিনে মোড়ানো লাশটির গলা কাটা। যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।