নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় সমাবেশ

‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখা দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
আজ শনিবার বেলা ১১টায় নিসচার চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এটি স্থানীয় বড়বাজার শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে নিসচা সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মাবুদ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনা রোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে।’