জামালপুরে বজ্রপাতে নিহত ২
জামালপুরে আজ মঙ্গলবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
বেলা সাড়ে ৩টার দিকে বজ্রপাতে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদান্ডা গ্রামের মৃত সলিম উদ্দিনের মেয়ে পেয়ারা বেগম (৩০) মারা যায়। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সকালে জামালপুর সদরের চরগজারিয়া টানপাড়া গ্রামে বজ্রপাতে মারা যায় ময়না বেগম (৪০) নামের এক গৃহবধূ। আহত হন তাঁর স্বামী সিদ্দিকুর রহমান। সদর উপজেলার ইউএনও মোহাম্মদ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।