ধানসিঁড়ির তীরে জীবনানন্দ দাশকে স্মরণ

ঝালকাঠিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রূপসী বাংলার’ কবি জীবনানন্দ দাশের ৬২তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্মৃতিময় ধানসিঁড়ি নদীর তীরে গানে ও কবিতায় কবিকে স্মরণ করা হয়।
‘বরিশাল বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র’ এবং ‘ঝালকাঠি কবিতাচক্র’ নামে দুটি সংগঠনের উদ্যোগে এ স্মরণোৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভাগীয় সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, রীনা সাহা, অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির ও সাংবাদিক পলাশ রায়।
অনুষ্ঠানে ধানসিঁড়ি নদী পুনঃখনন এবং জীবনানন্দ দাশের পৈতৃক ভিটা সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
শেষে জীবনানন্দ স্মরণে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক।