অ্যাটকো সভাপতি মোসাদ্দেক আলীকে অবিলম্বে মুক্তির দাবি

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে পটুয়াখালী প্রেসক্লাব।
পটুয়াখালীর সব সাংবাদিকের পক্ষে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বলেন, বেসরকারি টেলিভিশন জগতে মোসাদ্দেক আলী সাংবাদিকদের কল্যাণে বলিষ্ঠ অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নিরপেক্ষ নেতৃত্বে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এনটিভি। দর্শকপ্রিয় এ চ্যানেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোসাদ্দেক আলী অনায়াসেই জায়গা করে নেন সাংবাদিক সমাজের মণিকোঠায়। মিডিয়াবান্ধব মোসাদ্দেক আলীকে খিলগাঁও থানায় দায়ের করা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁকে মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানান নেতারা।