ডোমারে কলেজছাত্রীর বিষপানে আত্মহত্যা

নীলফামারীর ডোমারে মুক্তি রাণী (১৯) নামের এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মুক্তি রাণী ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা কামারপাড়া গ্রামের ভোলানাথ রায়ের মেয়ে এবং নীলফামারী মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে মুক্তি মায়ের সঙ্গে ঝগড়া করে ইঁদুর মারার ওষুধ খান। এতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার আরোও অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মারা যান।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ময়নাতদন্তের জন্য মুক্তি রাণীর লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।