গাজীপুরে পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা

শ্রমিক ছাঁটাইয়ের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার জের ধরে কর্তৃপক্ষ পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেছে।
আজ রোববার উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গত মঙ্গলবার কারখানার শ্রমিক হেলাল উদ্দিনকে কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই ছাঁটাই করে। শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি কারখানার সাত সহস্রাধিক শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়লে তারা গত বুধবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি কর্মসূচি পালন করে। কিন্তু এতে কর্তৃপক্ষ সাড়া দেয়নি। শ্রমিকরা হেলালকে পুনর্বহাল না করা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দিয়ে বৃহস্পতিবার একইভাবে কর্মসূচি পালন করে। ওই দিন দুপুরে শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ দুই দিনের ছুটি ঘোষণা করে। এতে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
দুইদিন ছুটির পর গতকাল শনিবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করে এবং হেলালকে কারখানায় পুনর্বহাল না করায় আবারো কর্মবিরতি শুরু করে।
কয়েকজন শ্রমিক অভিযোগ করে, কারখানার ভেতর আটকে রেখে কয়েকজন শ্রমিককে ভাড়াটে সন্ত্রাসীরা মারধর করে। তাদের কাজে যোগদান করানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে হেলালকে পুর্নবহালের প্রতিশ্রুতি দিয়ে কারখানা ছুটি দিলে শ্রমিকরা কর্মবিরতি তুলে নিয়ে বাসায় ফিরে যায়।
কারখানা কর্তৃপক্ষ গতকাল রাতে পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করে এবং আজ ভোরে কারখানার গেইটে অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ ২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।