চট্টগ্রামে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ বিএনপির

চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসী বিএনপির নেতাকর্মীরাও এসব মামলা থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল হাসান। এ সময় উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর ও শওকত আলী নূরও বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাউজান নোয়াপাড়ায় আওয়ামী লীগের আন্তকোন্দলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী কালা হারুন গত ১৪ অক্টোবর খুন হন। এরপর এলাকার বিএনপির নেতাকর্মীদের আসামি করে মামলা করে পুলিশি হয়রানি করা হচ্ছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রবাসী দুই ভাইকে। এঁদের মধ্যে জসীম উদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বিতাড়িত বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সময় নোয়াপাড়ার চিহ্নিত সন্ত্রাসী কালা হারুন হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।