মেহেরপুরে মিটার রিডারদের অবস্থান ধর্মঘটে বাধা, ধস্তাধস্তি

মেহেরপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মিটার রিডারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সময় বাধা দিয়েছে পুলিশ। এ সময় মিটার রিডারদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও ধর্মঘট পালন করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় অবস্থান ধর্মঘট পালনকারীরা পুলিশের বাধা ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পল্লী বিদ্যুতের ফটকের সামনে মিটার রিডাররা চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালনসহ বিক্ষোভ করতে থাকে।
মিটার রিডাররা অভিযোগ করে বলেন, ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিতকরণসহ ছয় দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি হাতে নিয়েছেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও ধর্মঘট চলবে বলে তাঁরা জানান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।