খুলনায় ১ নভেম্বর থেকে আয়কর মেলা

আয়কর মেলা উপলক্ষে আজ সোমবার খুলনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়কর মেলা। আগামী ১ থেকে ৭ নভেম্বর পযর্ন্ত নগরীর কর ভবনে এই মেলার আয়োজন করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন খুলনার কর কমিশনারের কার্যালয় এই মেলার আয়োজন করেছে।
আজ সকালে খুলনা শহরের বয়রা এলাকার কর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর কশিশনার মো. ইকবাল হোসেন । এ সময় কর কমিশনার (আপিল) প্রশান্ত কুমার রায়সহ কর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর কমিশনার জানান, আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর আয়কর দিবস পালিত হবে । ৩০ নভেম্বরই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন বলেও জানান তিনি।