গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার ইন্তেকাল

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খাতিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া (৬০) আর নেই। আজ সোমবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাচ্চু মিয়া দীর্ঘ দিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাসেল ভূঁইয়ার চাচা।
আজ বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খাতিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাচ্চু মিয়ার লাশ দাফন করা হয়।