শাহ্জাহান ছিলেন দেশপ্রেমিক রাজনীতির আলোকবর্তিকা

মোহাম্মদ শাহ্জাহান ছিলেন দেশপ্রেমিক রাজনীতির এক আলোকবর্তিকা। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক দেশের শ্রমজীবী, পেশাজীবীসহ শোষিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। কিন্তু তাঁর স্বপ্নের বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি।
আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে করতোয়া চত্বরে মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, ভাষাসৈনিক, সাবেক সংসদ সদস্য ও জাসদের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ্জাহানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই স্মরণসভার আয়োজন করা হয়।
মোহাম্মদ শাহ্জাহান স্মৃতি সংসদ-চুয়াডাঙ্গার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আশু বাঙালীর সভাপতিত্বে স্মরণসভায় আলোচনায় অংশ নেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. তৌহিদ হোসেন, দলটির চুয়াডাঙ্গা জেলা সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, বিএনপি নেতা সরদার আলী হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।
আলোচকরা বলেন, মোহাম্মদ শাহ্জাহান ছিলেন আপাদমস্তক প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ রাজনীতিক। ছিলেন প্রজ্ঞা, সাহস ও বিনয়ের অধিকারী। নৈতিকতার প্রশ্নে ছিলেন আপসহীন। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ছিল, আবার ভাষা আন্দোলনেও ছিল সক্রিয় অংশগ্রহণ। বঙ্গবন্ধুর অন্যতম আস্থাভাজন ছিলেন তিনি। স্বাধীনতা উত্তরকালে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দেশ গড়তে বড় ভূমিকা রাখেন তিনি। তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।