আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৩৯ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি জানায়, ফেরত আসাদের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী ও দুজন শিশু রয়েছে। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাভোগে পাঠায়। কারাভোগ শেষে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়।
এ উপলক্ষে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা পর্যন্ত সীমান্তের সাতকবর এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বানী ঈসরাইল এবং বিজিবি কাজিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েক সুবেদার মো. আসাবুর রহমানসহ প্রতিনিধি দল। অপরদিকে ভারতের পক্ষে অংশ নেয় বিএসএফ গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনিল ও তার সঙ্গীয়রা।
পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ৩৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা সবাইকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।