শরীয়তপুর বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে একাংশের বিক্ষোভ

জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির এক অংশের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা সদরের রাজগঞ্জ ব্রিজ থেকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলতাফ হোসেন শিকদারের নেতৃত্বেএকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পালং উত্তর বাজারে গিয়ে শেষে হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির একটি অংশের নেতাকর্মীরা।
এ সময় অনতিবিলম্বে ২৬ অক্টোবরের সম্মেলন বাতিল করে সব নেতাকর্মীর অংশগ্রহণে খোলা পরিবেশে সম্মেলনের দাবি জানিয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, কাল বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিনের বাড়িতে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির একটি অংশের নেতাকর্মীদের বাইরে রেখে গোপনে সাধারণ সম্পাদকের বাড়িতে সম্মেলন ডাকা হয়েছে। এই সম্মেলনকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সম্মেলনে যোগ না দিয়ে সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাছির উদ্দিন কালু বলেন, ‘সম্মেলন একটি সাংগঠনিক প্রক্রিয়া। আমরা বিএনপির সব নেতাকর্মীকে চিঠির মাধ্যমে দাওয়াত করেছি। রাজনীতিতে পদের লড়াই থাকবে এটাই স্বাভাবিক। তারা সম্মেলনে অংশগ্রহণ করে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হলে আমরা তাদের স্বাগত জানাব।’