চট্টগ্রামে ৫ লাখ ইয়াবাসহ ৭ জন আটক

চট্টগ্রামের কর্ণফুলীর বহির্নোঙর এলাকায় একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ পিস ইয়াবাসহ সাত ব্যক্তিকে আটক করেছেন র্যাব-৭-এর সদস্যরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার সকালে পতেঙ্গা র্যাব কার্যালয়ে ইয়াবা পাচারকারী সন্দেহে আটক ব্যক্তিদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. হান্নান, লোকমান, মো. রাসেল, অলি উল্লাহ, মো. রিয়াজ ও মো ওসমান ইলিয়াছ। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা বলে জানায় র্যাব।
এ সময় র্যাবের সহকারী মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল হাসান সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। পার্শ্ববর্তী মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে ইয়াবা পাচার হয়—এমন সংবাদ শুনে আসছিলাম। দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে একটি চালান আটক করতে সক্ষম হই।’ অনুসন্ধানে প্রকৃত পাচারকারীকে ধরা সম্ভব বলে মনে করেন র্যাবের এই অধিনায়ক।
বুধবার রাত ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে হেনা নামে একটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ সময় ইয়াবা পাচারের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মাঝিসহ সাতজনকে আটক করে কোস্টগার্ড।