গাজীপুরে ৪ ‘হুজি সদস্য’ গ্রেপ্তার, বোমা উদ্ধার

গাজীপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে, যাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে দাবি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের মধ্য কাউলতিয়া এলাকার মো. খায়রুল ইসলাম, ময়মনসিংহ জেলার সৈয়দপাড়া এলাকার গোলাম কিবরিয়া খান, টাঙ্গাইল জেলার আটপুকুরের বিশ্বাস বেতকা গ্রামের মো. আমিনুল হক ও একই জেলার খামারপাড়া এলাকার মো. শহিদ উল্লাহ।
এসপি হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ী এলাকার নান্দুয়ানের একটি বাড়িতে পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপ গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে চারটি ককটেল, ১৪টি পেট্রলবোমা, ইলেকট্রিক ডিভাইস, ছোরা, চাপাতি, উগ্রপন্থী বইসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
এসপি দাবি করেন, গ্রেপ্তারদের মধ্যে শহিদ উল্লাহ মিয়ানমারের আরাকানে জঙ্গি তৎপরতায় যুক্ত ছিলেন। এ ছাড়া দুজন গাজীপুরের আইইউটির সাবেক ছাত্র। তাঁরা বিভিন্ন বিস্ফোরক তৈরি ও প্রশিক্ষণ দিয়ে থাকেন।