চুয়াডাঙ্গায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

চুয়াডাঙ্গায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর।
জেলা সার্কিট হাউস মিলনায়তনে পিআইবির আয়োজনে ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহযোগিতায় এই প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, প্রশিক্ষক রুহুল আমিন রুশদ ও জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।