শরীয়তপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে গেছে। এতে শরীয়তপুরের সঙ্গে চাঁদপুর, মাদারীপুর ও ফেনীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এই পথ দিয়ে সহজেই চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুরের সঙ্গে সড়ক যোগাযোগ করা যেত। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় এই পথ ব্যবহারকারীদের বিকল্প পথে বা ঢাকা হয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লোহার রডবাহী একটি ট্রাক শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের চরসেন্সাস বালার বাজারে অবস্থিত ব্রিজটি পার হচ্ছিল। এ সময় ট্রাকসহ সেটি ভেঙে পড়ে। এর পর থেকে ব্রিজের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তি পোহাচ্ছে এই পথ ব্যবহারকারী হাজারো যাত্রী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে ব্রিজটি ভেঙে পড়ার পর আজ শনিবার দুপুর পর্যন্ত সড়ক বিভাগের কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সন্ধ্যায় শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘ট্রাকটি থেকে মালামাল সরানো হচ্ছে। ট্রাকটিকে উদ্ধারকাজ চলছে। আগামীকাল রোববার থেকে বেইলি ব্রিজটি মেরামতের কাজ শুরু করা হবে।’
সড়ক যোগাযোগ সহজ করার লক্ষে এবং ঢাকা শহরের যানজট নিরসনের উদ্দেশ্যে ২০০০ সাল থেকে চাদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস চালু হয়। এরপর থেকে প্রতিদিন এই পথে হাজার হাজার যানবাহন চলাচল করে আসছিল। শরীয়তপুরের আঙ্গারিয়া বন্দর থেকে বালার বাজার ফেরিঘাট পর্যন্ত অন্তত ১০টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ রয়েছে। এগুলোর বেশির ভাগই ১০ বছর আগে চলাচলের অনুপযোগী ঘোষণা করা হলেও অতিরিক্ত পণ্যবোঝাই করে যানবাহন চলাচল করছে।