মোংলায় সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী সমাবেশ

মোংলায় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোংলা সরকারি কলেজের আয়োজনে শনিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও সাবেক স্থানীয় সাংসদ হাবিবুন নাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আবদুস সালাম, শেখ আ. রহমান, ফকির আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আ. সালাম, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার। সমাবেশ শেষে কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাহিত্য ও সাংস্কতিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।