শেখ হাসিনা আ. লীগের সভাপতি হওয়ায় মোংলায় দোয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মোংলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মোংলাস্থ বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় সমিতির আয়োজনে শনিবার বিকেলে পৌর মিলনায়তনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আবদুল খালেক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আবদুর রহমান, সাখাওয়াত হোসেন মিলন, কাজী গোলাম হোসেন বাবলু, শ্রমিক লীগ নেতা নূর উদ্দিন আল মাসুদ, মো. রাজা মিয়া।