মহিষ প্রজনন খামারের মধ্য দিয়ে যাবে রেললাইন!

বাগেরহাটের সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্য দিয়েই খুলনা-মোংলা রেললাইন গেলে তাতে খামারের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
উপদেষ্টা বলেছেন, এজন্য বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করার কোনো প্রয়োজন হবে না। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্য দিয়ে রেললাইন নির্মাণ করা হলে তাতে খামারের কয়েকটি শেড সরাতে হবে। সেই শেডগুলো খামারের উত্তর ও পশ্চিম পাশে দিলে তাতে খামারের বা জমির মালিকদের কারোই ক্ষতি হবে না।
শনিবার দুপুরে বাগেরহাটে উপদেষ্টা ড. মসিউর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্য দিয়ে খুলনা-মোংলা পোর্ট রেললাইন নির্মাণের অ্যালাইনমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসন ও কাজের অগ্রগতি দেখতে যান।
এ সময়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বাগেরহাট - ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাস, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।