চট্টগ্রামে এবার ফ্ল্যাটে গৃহবধূ খুন

চট্টগ্রামে মা ও মেয়ে জোড়া খুনের পর এক সপ্তাহের মাথায় শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি আবুধাবী প্রবাসী এম এ হাকিমের দ্বিতীয় স্ত্রী।
আজ বৃহস্পতিবারে দুপুর ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকার ইক্যুইটি ভিলেজের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ এম এ হাকিমের প্রথম স্ত্রী রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম এনটিভি অনলাইনকে জানান, আবুধাবী প্রবাসী হাকিমের প্রথম স্ত্রী রোজিনা তাঁর তিন মেয়েকে নিয়ে ইক্যুইটির এ বাসায় থাকতেন। এক সপ্তাহ আগে দ্বিতীয় স্ত্রী শারমিন সেখানে বেড়াতে আসেন। শারমিনের একটি ছেলে রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, শারমিন আক্তারকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৭ মে নগরীরর সদরঘাট এলাকায় একটি বাড়িতে মা নাসিমা আক্তার ও মেয়ে রিয়াকে খুন করে দুর্বৃত্তরা।
এর একদিন পর গত ৮ মে পাঁচলাইশ এলাকায় আল আরাফা ইসলামী ব্যাংকের শাখায় ডাকাতের হাতে খুন হন নৈশপ্রহরী মো. ইব্রাহিম।