বাগেরহাটে দিনব্যাপী হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রত্যন্ত গ্রাম উদয়পুরে দিনব্যাপী আটদলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : এনটিভি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রত্যন্ত গ্রাম উদয়পুরে দিনব্যাপী আটদলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এ টুর্নামেন্ট চলে।
খেলা শেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) খুলনার অধিনায়ক (সিও) অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ ও মোটরসাইকেল তুলে দেন।
ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায়, ঢাকার উপকমিশনার মোদাচ্ছের হোসেন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা, টিভি অভিনেত্রী ও মডেল সারিকা সাবরীন তমা মির্জা, শেখ সাইদুজ্জামান প্রমুখ।
টুর্নামেন্টে বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার আটি দল অংশ নেয়। টুর্নামেন্টে বাগেরহাটের শাসন একাদশ ও উদয়পুর একাদশ বিজয়ী হয়।