দখল ও বর্জ্যমুক্ত হচ্ছে ঝালকাঠির আটটি খাল

ঝালকাঠির আটটি খাল পুনরুদ্ধার করে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। জেলার সুগন্ধা ও বাসণ্ডা নদীর যে আটটি খাল ঝালকাঠি শহরের ভেতর দিয়ে বয়ে চলেছে সেগুলো পুনরুদ্ধার ও বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এসব খালের ওপর স্থানীয় বাসিন্দারা স্থাপনা নির্মাণ করে দখল করেছিলেন। অবশিষ্ট অংশে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলায় প্রায় ভরাট হয়ে গিয়েছিল এসব খাল। এতে শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হতো। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি এবং দুর্গন্ধে-দুর্ভোগে পড়তে হতো পৌরবাসীকে।
অবশেষে এসব খাল দখলমুক্ত করে বর্জ্য অপসারণের উদ্যোগ নিল পৌর কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে শহরের ফকিরবাড়ি খালের বর্জ্য অপসারণের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। এ সময় পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।
পাঁচ কোটি টাকা ব্যয়ে আটটি খাল দখলমুক্ত ও বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বাঁশপট্টি খাল, ফকিরবাড়ি খাল, থানার খাল, স্টেশন রোডের খালসহ এই দফায় মোট আটটি খাল দখলমুক্ত করা হবে।