মেহেরপুরে নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে সানোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সানোয়ারা বেগম ওই গ্রামের মৃত মোতালেব আলীর স্ত্রী। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সানোয়ারার স্বামী অনেক আগে মারা গেছেন। তাঁর একমাত্র ছেলে ধুলুও অনেক আগে থেকে গ্রামের অন্য পাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন। আজ সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন, উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, ‘কমপক্ষে তিনদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ কারণে প্রাথমিক আলামতটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আমরা অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।’