পাবনায় করমেলার প্রথম দিনেই ২৫ লাখ টাকা আদায়

পাবনায় শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা। আজ মঙ্গলবার বেলা ১১টায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে মেলার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। মেলার আয়োজকদের বরাতে জানা গেছে, উদ্বোধনী দিনেই মেলায় মিলেছে অভাবনীয় সাড়া। প্রথম দিনেই ২৫ লক্ষাধিক টাকা আয়কর আদায় করা হয়েছে। এবং পাঁচ শতাধিক নতুন করদাতা শনাক্ত ও তালিকাভুক্ত করা হয়েছে।
পাবনার সহকারী কর কমিশনার মো. মনজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, পাবনা জেলা হোটেল-রেস্তারোঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পাবনা চেম্বারের পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চু, ট্রাকমালিক সমিতির সভাপতি শামসুর রহমান খান মানিক, রাজশাহীর অতিরিক্ত কর কমিশনার শাহিন আক্তার হোসেন, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম হাফিজ আল মাহমুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুস সামাদ মিয়া, কর বিভাগ পাবনা সার্কেল-৯ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ সিদ্দিক আলী প্রমুখ।
৪ঠা নভেম্বর পর্যন্ত চারদিনব্যাপী এই আয়কর মেলায় করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এবং মেলা প্রাঙ্গণে ব্যাংকের অস্থায়ী বুথে করের টাকা জমা দিতে পারবেন। এ ছাড়া আরো যেসব সেবা দেওয়া হবে তা হলো- করদাতা পরিচিতিকরণ নম্বর (টিআইএন) রেজিস্ট্রেশন/ রি-রেজিস্ট্রেশন এর সুবিধা, টিআইএন রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের সুবিধা, টিআইএন সনদপত্র প্রাপ্তি সুবিধা, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্রের সুবিধা, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্য জানার সুবিধা ইত্যাদি।